নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। এছাড়া মারামারির মামলায় মো: আলতাফ হোসেনকে (৩২) আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে দুর্গাপুর থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, বাবুল হোসেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক তিনি আলীয়াবাদ গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও আলতাফ হোসেন উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর ডা. মনসুর রহমানসহ ৭০ জনের নামে মামলা দায়ের করা হয়। এঘটনায় গত ৩ (সেপ্টেম্বর) হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় বাবুল হোসেনকে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, নাশকতা মামলায় বাবুল হোসেন ও মারামারির একটি মামলায় আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএ..