রাজশাহীর দুর্গাপুরে এতিম অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক উপহার দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সাত্তার।
২২ মার্চ (শনিবার) সন্ধায় উপজেলা ঝালুকা ইউপি পারিলা গ্রামে রহমানিয়া নূর নূরানী একাডেমী ও হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ শেষে
উক্ত মাদ্রাসার ২০ জন এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন জামা তুলে দেন
আব্দুস সাত্তার। আরও উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ শামীম মাহমুদ, এছাড়াও তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা আলী হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম সহ প্রমুখ।
এবিষয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সাত্তার জানান, আল্লাহ্ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্। আমি মূলত গরিব দুঃখী মানুষের হক আদায় এর জন্য এমপি হওয়ার বাসনা পোষণ করছি।
বিএ..