দুর্গাপুর প্রতিনিধি: পরিবারপরিকল্পনা সেবা গ্রহণ করি,কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা।এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আরশাদ আলী,উপজেলা পরিসংক্ষাণ অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।
আর/এস