রাজশাহী দুর্গাপুর উপজেলা সালঘরিয়া ইসমাইল স্বর্ণকার প্রাথমিক বিদ্যালয় এ, এফ, ফাউন্ডেশন আলোর ফুলঝুরি সংস্থার উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত বয়স্ক ও শিশুদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে আলোর ফুলঝুরি সংস্থা সভাপতি মোঃ মাহফুজুর রহমান মিজাইল এর উদ্যোগে শালঘরিয়া ইসমাইল হোসেন স্বর্ণকার প্রাথমিক বিদ্যালয় ৫০ জন সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা বাবদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন আলোর ফুলঝুরি সংস্থা উপদেষ্টা পৌরসভার দই নং ওয়ার্ড কমিশনার মাহাফুল ইসলাম লিটন, আলোর ফুলঝুরি সংস্থা সভাপতি মোঃ মাহফুজুর রহমান মিজাইল, শালঘরিয়া ইসমাইল হোসেন স্বর্ণকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামীম হক, মোঃ ইছাহাক আলী, মোঃ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবী কর্মী মোঃ ইমন ইসলাম, ওবায়দুল হক, মোঃ রাব্বি, মোঃ মুন্না হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।