দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক সম্রাট ব্যবসায়ী বাবুকে (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি টিম। গতকাল সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলা দেলুয়াবাড়ী গ্রামের তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত বাবু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, মাদক ব্যবসায়ী বাবুর কাছে কয়েকদিন আগে ছদ্য বেসে র্যাবের সোর্সরা এসে তাকে ধরার জন্য মাদক কেনার জন্য ফাঁদ পেতে যান। সোমাবার বিকেলে র্যাবের সোর্চ তার বাড়িতে আসলে মাদক ব্যবসায়ী বাবু সেই ফাঁদে পড়ে যায়। এসময় র্যাব-৫ এর কর্মকর্তা স্বজর সংঙ্গী ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী বাবুকে আটক করে।
পরে বাবুর বাড়িতে ও তার কাছ থেকে তল্লাসী চালিয়ে ২হাজার ১৬৫ পিচ ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। দেলুয়াবাড়ী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাজনৈতি নেতাদের ছত্রছায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ী বাবু ও তার মা জনজাল বেগম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলো। তাদের কারনে অত্র এলাকার যুবসমাজ ধংস হতে চলেছে।
তারা আরো জানান, গত এক মাস আগে বাবুর ছোট ভাই রাজু পাড়া মহল্লায় বলে বেড়াচ্ছিলেন তার ভাই বাবু স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন নেতাকে প্রতি মাসে মাসহারা দিয়ে ব্যবসা করে আসছিলেন। এমন কথার বলার কারনে গত ২০ দিন আগে রাজুকে তার পরিবারের সদস্যরা তাকে পাগলা গারতে রেখে আসে। চিহিৃত মাদক ব্যবসায়ী বাবুর বিরুদ্ধ্যে দুর্গাপুর থানায় একাধিকবার অভিযোগ করেও কোন সুফল পাননি এলাকাবাসী। অবশেষে র্যাবের অভিযানে গ্রামবাসির মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
এবিষয়ে দুর্গাপুর থানার ওসি রুহুল আলম জানান, ঘটনাটি আমি সুনেছি তবে এঘটনায় এখনো কেউ থানায় আসেনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।