খবর২৪ঘণ্টা ডেস্ক: দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী হারুন (৩০) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। সে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের ওসমান আলীর পুত্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ৯০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা পুলিশ ফোর্স দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর বাগিচা পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯০পিস ইয়াবাসহ হারুনকে গ্রেপ্তার করে। ওসি আরো জানান, তিনি দীর্ঘ দিনধরে ওই এলাকায় খুদে ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরর পর শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে