চতুর্থ ধাপে দুর্গাপুর উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয়টি ইউনিয়নে ১৭জন চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনে ৫৪জন এবং সাধারন সদস্য পদে ১৯৬জন সহ মোট ২৬৭জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের দিনে প্রার্থীদের পছন্দ ও লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ১নং নওপাড়া ইউনিয়নে আওয়ামী সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (ঘোড়া), আব্দুল ওহাব মন্ডল (আনারস),২ নং কিমসত গণকৈড় ইউনিয়নে আওয়ামী সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) স্বতন্ত্র প্রার্থী আকবর আলী (আনারস), বুলবুল খন্দকার (ঘোড়া), ৩ নং পানানগর ইউনিয়নে আওয়ামী সমর্থিত প্রার্থী আজাহার আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আদম আলী (ঘোড়া), মোজাম্মেল হক (আনারস), ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী সমর্থিত প্রার্থী আহসান হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম রেন্টু (ঘোড়া), ৫ নং ঝালুকা ইউনিয়নে আওয়ামী সমর্থিত প্রার্থী আকতার আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম (আনারস), মোহাজার আলী মন্ডল (ঘোড়া) ও ৭ নং জয়নগর ইউনিয়নে আওয়ামী সমর্থিত প্রার্থী মিজানুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শমসের আলী (ঘোড়া), খায়রুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন।
এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ১৯৬জন ও সংরক্ষিত নারী আসনে ৫৪জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএ/