দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে আ’লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর এনসিডিপি মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ, স্থানীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
আ, ও, ম নূরুল আলম হিরু মাষ্টার, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সহসভাপতি শামসুল, সাবেক যুগ্ন সম্পাদক আবু ওবায়দা মাসুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বানেছা বেগম, জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব, দুর্গাপুর পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজেদুর রহমান মিঠু, সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমূখ।
খবর ২৪ ঘণ্টা/আর