দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে আবারো একই দিনে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন উপজেলার অানুলীয়া গ্রামের ইমরান আলী (৩০) ও একই গ্রামের আব্দুল মতিন (৩২) ঝর্ণা (২৭)। এ পর্যন্ত দুর্গাপুরে মোট ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্তরা গত ২৩ জুন
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তারা নমূনা দেন। পরে সেই সংগ্রহকৃত নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে তাদের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ কেন্দ্রের স্বাস্থ ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত ২৩ জুন মোট ১৩ জনের নমূনা সংগ্রহ করে পাঠানো হয়। আজ সেই ১৩ জনের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, ইতিমধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।খবর২৪ঘন্টা /এবি