নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে পাচুবাড়ি যুবসংঘ সমবায় সমিতির আয়োজনে“ আরাফাত রহমান কোকো” স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয় ।
এতে দুর্গাপুর শাওন একাদশ ও মোহনপুর জাহানাবাদ একাদশের মাঝে ফাইনার খেলা অনুষ্ঠিত হয়। পরে দুর্গাপুর শাওন একাদশ ৪-৩ গোলে ট্রাইব্রেকারে জয়লাভ করেন।
দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার মৃধা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক দুর্গাপুর পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, বিএনপি নেতা জিল্লুর রহমান, ঝালুকা ইউপির প্যানেল চেয়ারম্যান রাজেনা বেগম, সাবেক আজাদ রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, বিএনপির সদস্য সচিব আলেফ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি, রফিকুল ইসলাম, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, প্রথমেই আমরা কিংবদন্তী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সাথে দোয়া করি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের দেশের ক্রীড়াঙ্গনের একজন বিশিষ্ট সংগঠক। আমরা চাই খেলাধুলার মাধ্যমে যুবসমাজ, তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করতে হবে। আমাদের যুবসমাজ যাতে একটি সঠিক পথে পরিচালিত হয়। আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সাত্তার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পুর্বঘোষিত ৩১ দফা বাস্তয়নের লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
বিএ..