রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: বানেছা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোতালেব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিএ/