রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সোমবার ৮ (মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে নারী দিবসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বানেছা বেগম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মোত্তালেব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান।
মহিলা বিষায়ক কর্মকর্তা সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ অনুষ্টানে অংশ নেন।