
দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি হল রুমে আলোচনার সভা আয়োজন করা হয়। পরে উপজেলা চত্তর থেকে একটি র্যালির বের করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইও) ডা: রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা আ.স.ম রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহমেদ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।