দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বৈদ্যুতিক শটসার্কিট হয়ে একটি বাড়ির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিক কৃষক গোলাম মোস্তফার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে দেলূয়াবাড়ী ইউনিয়নের বখতিয়ারপুর পশ্চিম পাড়ায় এই ঘটনাটি ঘটে। দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুর রহমান জানান, গত শুক্রবার রাতে উপজেলার বখতিয়ারপুর গ্রামের গোলাম
মোস্তফার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সকলের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। তিনি আরো জানান, প্রাথমিক ভবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটে। এতে গোলাম মোস্তফার ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান।
আর/এস