রাজশাহীর দুর্গাপুর বাজারে মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানটি সম্পুর্ন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
মঙ্গলবার (৭ মে) উপজেলা সদরে সিংগা মডেল সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে বিকেলে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দেয় মাহবুর রহমানের মুদি দোকান আগুন ছড়িয়ে পড়তে শুরু করে পাশের ভবনে। এলাকাবাসী সহযোগিতা ও ফায়ার সার্ভিসের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করা হয়।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাযায়, দোকানটি বন্ধ থাকা অবস্থায় দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে। ফায়ার সার্ভিস এসে পুকুরে মটর সেট করে আগুন নিয়ন্ত্রণ করে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীনুর ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ইলেক্ট্রনিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে। এতো দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বিএ…