নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে নাশকতার মামলায় এক ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটক মজিবর রহমান (৫৯) উপজেলার কিশমত তেকাটিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি পানানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রোববার (১১ মে) দুপুরে আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা বলেন, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার মামলার তদন্তে প্রাপ্ত আসামী মজিবর রহমানকে আটক করা হয়। রোববার আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।