রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধ-আগুন সন্ত্রাস ও পুলিশ হত্যার প্রতিবাদ জানিয়ে উপজেলার সিংগা হাট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মেডিকেল মোড় চত্বরে শান্তি সমাবেশের আয়োজন করেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, উপ দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সদস্য মোঃ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজাহার আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, নওপাড়া ইউনিয়ন আওওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান মোঃ আজাহার আলী খাঁ, সাধারণ সম্পাদক মোঃ কহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গফুর আলী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুস শাদাত, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকবর আলী, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার আলী, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানসহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে অংশ নেন ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক।
বিএ/