দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক আলোচনা সভা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ
(ওসি) খুরশিদা বানু কনা, স্থানীয় প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্পবাস্তবায়ন অফিসার বেলাল হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক,উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান, নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গনকৌড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁন, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু,মাড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী প্রমূখ। এছাড়াও বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধনগণ উপস্থিত ছিলেন।
আর/এস