দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময়-উপজেলা নির্বাচন অফিসার মোঃ জয়নুল আবেদীন, দুর্গাপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, কিসমত গনকৈড় ইউপির প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম। পানানগর ইউপির প্রশাসক ও আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, জয়নগর ইউপির প্রশাশক ও সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজাদ সরদার, মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাদত হোসেন, দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদকে সামনে রেখে সভায় আইনশৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান,যৌতুক নিরোধ,আইনগত সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএ..