নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে নিয়ম ভঙ্গ করায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ব্যবহার করা ইনজেকশনের সিরিঞ্জ সংরক্ষণ করার দায়ে নিয়ন মেডিসিন কর্ণারকে ৩ হাজার, আমদানি কারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির দায়ে মা গিফট কর্ণারকে ৫ হাজার, সাফোয়ান ক্লথ ও উপহার স্টোরকে ৩ হাজার ও অতিরিক্ত মুল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে রাব্বি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও মেট্রো সহকারী পরিচালক ফজলে রাব্বি। অভিযানকালে দুর্গাপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
অভিযান শেষে এই দুই কর্মকর্তা জানান, সাধারণ ভোক্তারা যেন ন্যায্য দামে ও নিরাপদ পণ্য পান, সেজন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।