রাজশাহীর দুর্গাপুরে কৃষিজমিতে পুকর খননের প্রস্তুতির সময় দালালদের ধাওয়া করে ভেকু-মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসি।
গতকাল বুধবার ( ৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাড়িয়া ইউপির হোজা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় টুটুল এলাকার বিভিন্ন কৃষিজমিতে পুকুর খনন করে আসছে। এবার হোজা গ্রামে কয়েকটি গ্রামের বিলের পানি নামার জায়গা বন্ধ করে কৃষি জমিতে পুকুর খননের জন্য ভেকু মেশিন নামিয়ে প্রস্ততি নিচ্ছিলেন টুটুল ।
এতে ভেকু মেশিন দালালের উপর ক্ষুব্ধ হতে থাকেন এলাকাবাসিরা। পরে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই এ ঘটনা ঘটায় এলাকাবাসি।
এদিকে ভেকুমেশিনে আগুন লাগিয়ে দেওয়ার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভেকুমেশিনের আগুন নেভায়।
বিএ/