রাজশাহীর দুর্গাপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে কৃষকের প্রায় ২৫ পৌন পান বরজ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের আঙ্গার বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।
জানা গেছে, স্থানীয় ৪ জন পানচাষীদের দেড় বিঘা জমিতে প্রায় ২৫ পুন পানের বরজ ছিলো যা আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে গেছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু ঘটনাস্থল দূরে হওয়াতে এলাকাবাসীরা আগে অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু করা হয়। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই গ্রামের পানচাষী,প্রাক্তন শিক্ষক এসএম মকবুল হোসেনের ১২ পৌন,শিক্ষক আব্দুস সামাদের ৬ পৌন,সাজ্জাদ হোসেনের ৪ পৌন, সামসুল আলীর ৩ পৌন পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পরও ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বলেন, খবর পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের জমির পান বরজ রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতি পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদে তালিকা করা হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনায় খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিএ…