নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে বিপ্লব গাজী (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।
সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে বিপ্লবের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।
জানাগেছে, ঢাকায় বেক্সিমকো ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতেন বিপ্লব। পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়ি ফোন দেন। তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান।
পরে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে তারা দেখেন বিপ্লবের নিথর দেহ।
নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, ৪-৫ ধরে বেক্সিমকো ফার্মায় চাকরির সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। বিপ্লব একাই বাসা ভাড়া নিয়ে থাকতেন।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।
বিএ..