রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পূন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে। ভোট গণনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আসাদুজ্জামান। রিটানিং কর্মকর্তা বলেন, মাড়িয়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম সম্রাট নৌকা প্রতীকে ৫হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান ফারুক ইমাম সুমন আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৩৬ ভোট। প্রসঙ্গত, ২১বছর ধরে উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন। এবারের ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তিনি আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ছিলেন। অপরদিকে ওই ইউনিয়নে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে চমক দেখালেন নতুন মুখ জাহাঙ্গীর আলী সম্রাট।
বিএ/