নিজস্ব প্রতিবেদক : দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রাজশাহীর চারঘাট উপজেলার মেধাবী কলেজ ছাত্র শিমুল আনজুম পারভেজ (২২) সুস্থ হয়ে আবার পড়াশোনা করতে চায়। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্ত্তিক গ্রামের ইমরান আলীর একমাত্র ছেলে ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। শিমুল চিকিৎসা কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে শনিবার দুপুরে তার নিজ জোতকার্ত্তিক গ্রামে স্থানীয় মানুষজন ও প্রতিবেশীরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে মেধাবী ছাত্র শিমুল ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত দেড় মাস ধরে তিনি অসুস্থ। তার চিকিৎসার জন্য
ইতিমধ্যেই ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। মুদি দোকানি বাবার মাত্র দেড় বিঘা জমি ছিল তা বিক্রি করে ও স্বজনদের থেকে নিয়ে টাকা জোগাড় করা হয়েছিল। এখন তার কিছুই আর অবশিষ্ট না কারণে বিত্তবানসহ সকল মানুষের দারস্থ হয়েছেন কলেজ ছাত্র শিমুলের পরিবার। শিমুলের দুরারোগ্য ব্যধি বøাড ক্যান্সার হয়েছে। তার বনমেরু প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ৪০ থেকে ৪৫ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। কিন্ত মাত্র মাসে ৪/৫ হাজার টাকা আয় করা মুদি দোকানি বাবার পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। সবার সহযোগিতা পাওয়ার জন্য তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত শিমুলের বাবা ইমরান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার যেটুকু সম্পদ ছিল তা বিক্রি করে চিকিৎসা করেছি। এখন আর কিছুই
নেই। আমার একমাত্র ছেলেটাকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের সাহায্য কামনা করছি। টাকার অভাবে আমার ছেলের চিকিৎসা বন্ধের পথে। এরপর শিমুলের মা মিনারা বেগম কথা বলার শুরুতেই কান্না করতে করতে বলেন, আমার ছেলেকে আপনার বাঁচান। আমাদের সামর্থ্য নেই। সবাই মিলে বাঁচান বলে আবার কান্না শুরু করেন। উপস্থিত সবাই কলেজ ছাত্র শিমুলকে বাঁচাতে সমাজের মানুষের কাছে অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে চারঘাট নন্দনগাছি কলেজের উপাধ্যক্ষ মোখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জমসেদ আলী, নন্দনগাছি বাজার কমিটির সভাপতি রেজাউল
করিম, শিমুলের পিতা ইমরান আলী, শিমুলের চাচা আব্দুল মজিদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার নাসিম আনজুম মিরশাদ। শিমুলের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-মো. ইমরান আলী, হিসাব নম্বর-০২০০০১৪৯২১৩১৪, অগ্রণী ব্যাংক, চারঘাট শাখা, রাজশাহী। বিকাশ নম্বর-০১৭৭০-৩৬৪০৩৬ । এই নম্বর ও ঠিকানায় সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এমকে