খবর২৪ঘণ্টা ডেস্ক: অবৈধ ক্যাসিনোর মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন এমন ২০ জনের তালিকা ইতিমধ্যে দুদকের হাতে এসেছে বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলেও তিনি জানান।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। তবে ওই তালিকায় কাদের নাম আছে সেটা তিনি বলেননি। দুদক চেয়ারম্যান বলেন, ‘ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগে ১৫ থেকে ২০ জনের তালিকা দুদকের হাতে এসেছে। তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। যদিও ক্যাসিনো সংশ্লিষ্ট অপরাধের বিরদ্ধে ব্যবস্থা নেয়া দুদকের কাজ নয়। শুধু অবৈধ সম্পদ অর্জনের অংশটুকু দুদকের তফসিলভুক্ত।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে কেউ পার পাবে না। শিগগিরই আইনের আওতায় তাদের আনা হবে।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রসঙ্গে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে জবাবদিহি করতে হবে।’
খবর২৪ঘণ্টা, এমকে