1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলা, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম সাকের আহমদ (২৪)। তিনি সিলেট নগরের উপশহরের ডি-ব্লকের ২৬ নং রোডের ৩নং বাসার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট আম্বরখানা-এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে সাকের মারা যান। অপর দুই যুবকেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারপোর্ট রোডের মালনীছড়া চা-বাগান এলাকার সামনে শুক্রবার সন্ধ্যা ৭টায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়ার কিছু সময় পর সাকের মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুজনের মধ্যে একজনের নাম শান্তনু (২৪) ও অপরজনের নাম রোম্মান আহমদ (২৬)।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কায়ছার খোকন বলেন, আহতদের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নগরের নর্থইস্ট কলেজের শিক্ষার্থী।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST