নিজস্ব প্রতিবেদক :
দুই বছর ইন্টার্নশীপ প্রস্তবনার স্থায়ী বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। র্যালিটি রামেক থেকে শুরু হয়ে ঘোষপাড়া লক্ষীপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। মানববন্ধনে শিক্ষার্থী মিজানুর
রহমান, ইমরান, ফারুক, জয়, চার্লি ও তাজওয়ারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উপজেলা পর্যায়ে ইন্টার্নশীপ করতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হয় না। ডাক্তার হয়ে বের হতে আরো এক বছর বেশি সময় লাগবে। প্রস্তাবিত আদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আরো জানান তারা।
আর/এস