খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নভেল করোনা ভাইরাস বিভিন্ন রূপে চিরকাল থেকে যেতে পারে বলে ধারণা করছেন ব্রিটিশ সরকারের জরুরি বৈজ্ঞানিক পরামর্শদাতা দলের (সেজ) বিশেষজ্ঞ মার্ক ওয়ালপোর্ট। তিনি বলেছেন, ‘মানুষকে নিয়মিত বিরতিতে করোনার টিকা নিতে হতে পারে।’ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম আশাপ্রকাশ করেছিলেন, দুবছরের মধ্যে করোনা মহামারি থেকে মুক্তি মিলতে পারে, যেভাবে ১৯১৮ সালে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু থেকে মুক্তি মিলেছিল।
এরপরই ওয়ালপোর্ট বললেন, ‘জনসংখ্যার ঘনত্ব ও ভ্রমণের ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। ১৯১৮ সালের চেয়ে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি।’
ওয়ালপোর্ট আরো বলেন, ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে হলে বিশ্বব্যাপী টিকা কার্যক্রম প্রয়োজন। তবে করোনা গুটিবসন্ত জাতীয় কোনো রোগ নয় যে, টিকা দেওয়ার মাধ্যমেই নির্মূল হয়ে যেতে পারে।’
‘এটি এমন একটি ভাইরাস, যেটি আমাদের সঙ্গে কোনো না কোনো রূপে চিরকাল থাকবে এবং প্রায় নিয়মিতভাবে টিকা দেওয়ার প্রয়োজন হবে। তাই, একজন মানুষকে নিয়মিত বিরতিতে বারবার টিকা নিতে হবে,’ বলেন ওয়ালপোর্ট।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ রোববার সকালে বেড়ে দাঁড়িয়েছে আট লাখ সাড়ে আট হাজারের বেশি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৫৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৬৪ হাজার ৮২০ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬১ হাজার ৭১৭ জন (১ শতাংশ) জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে এক কোটি ৫৯ লাখ ছয় হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে।
খবর২৪ঘন্টা/নই