খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত করতে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন শ্রিংলা।
মুজিববর্ষ উদযাপনে বিশ্ব নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা আছে ভারতের প্রধানমন্ত্রীর।
অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেলেও পররাষ্ট্র সচিব হিসেবে এটিই শ্রিংলার প্রথম বাংলাদেশ সফর। মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন শ্রিংলা।
খবর২৪ঘন্টা/নই