খবর২৪ঘণ্টা ডেস্ক: সাভারের আশুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৫০টি ছাগল মারা গেছে। এতে চাকলসহ দুজন আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের
বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মহাসড়কের দুই দিক দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া থানার এসআই আবদুল জলিল জানান, যশোর থেকে ২৫০টি ছাগলবাহী একটি ট্রাক গাবতলীর হাটে যাচ্ছিল। আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাক দুটি সরিয়ে নেয়া হয়েছে। ও সড়কে যানচলাচলও স্বাভাবিক হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন