ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দুই একদিনের মধ্যেই আসবে মশার ওষুধ

অনলাইন ভার্সন
আগস্ট ৭, ২০১৯ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: জনগণকে আতঙ্কিত না হওযার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এডিস মশা নিধনের ওষুধ দুই একদিনের মধ্যেই দেশে আসবে।

বুধবার সকালে, মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযানে এ কথা বলেন তিনি। এছাড়াও, শহরের সব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

কাদের বলেন, দু-চারদিনের মধ্যেই মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় আমরা পাবো। দায়সারা গোছের ওষুধ ছিটানোর প্রয়োজন নেই। যে ওষুধে সত্যিকার অর্থে মশক নিধন হবে, মানুষ আজ সেই ওষুধ চায়। আমরা লোক দেখানো কর্মসূচী দিয়ে জনগণকে ভাওতা দিতে চাইনা।

এছাড়া, দলের পক্ষ পরিচ্ছন্নতা কার্যক্রম ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে কাশ্মীর নিয়ে ভারতের নেয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের কোনো করণীয় আছে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি পর্যবেক্ষণ করলেও এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।