নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস পর রাজশাহী বিভাগের ৮ জেলায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে প্রায় দিনই কোন মৃত্যু ছিলনা। তবে হঠাৎ করেই বিভাগে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু ও বগুড়া জেলায় ১ জনের মৃত্যু হয়। বগুড়া জেলায় নতুন একজন নিয়ে মোট ২০০ জনের করোনায় মৃত্যু হলো। আর বিভাগে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৩১ জনে।
এদিকে, রাজশাহী জেলায় ৭ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৪ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৯৬ জন, বাঘা উপজেলায় ১৭৩ জন, চারঘাট উপজেলায় ১৭১ জন, পুঠিয়া উপজেলায় ১৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৯ জন ও গোদাগাড়ীতে ১৩৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৯৮ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৩১ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ২৮ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৩৮৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২২ হাজার ২৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৪ জন, নওগাঁ ১৩৮৬ জন, নাটোর ১১০৭ জন, জয়পুরহাট ১১৮৭ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৫৩০ জন, সিরাজগঞ্জ ২৩৩০ জন ও পাবনা জেলায় ১২৯০ জন। মৃত্যু হওয়া ৩৩১ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০০ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৯৫৮ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।