খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ২৫ জানুয়ারি গোটা দেশ জুড়ে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশালীর সিনেমা ‘পদ্মাবত’। এক নাগাড়ে টানাপোড়েনের পর অবশেষে মুক্তি পাচ্ছে দীপিকা পাডুকনের সিনেমা। পদ্মাবত নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন দীপিকা। সঙ্গে সঙ্গে ছুটে যান সিদ্ধিবিনায়ক মন্দিরে। পদ্মাবত মুক্তির পরদিন অর্থাত ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে পরিচালক রাম গোপাল বর্মার ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’। পর পর দু’টি সিনেমা মুক্তি নিয়ে ইতিমধ্যেই বি টাউনের পারদ চড়তে শুরু করেছে। বিষয়টি নিয়ে রাম গোপাল বর্মা কি বললেন জানেন?
সোমবার এ বিষয়ে একটি টুইট করেন রাম গোপাল বর্মা। তিনি বলেন, ২৬ তারিখ সকাল ৯টায় মুক্তি পাচ্ছে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ এবং ২৫-এ মুক্তি পাচ্ছে পদ্মাবত। দীপিকা পাডুকন এবং মিয়া মালকোভার মধ্যে কে সেরা হন সেটাই দেখার বলেও টুইটে মত প্রকাশ করেন রাম গোপাল।
সোমবার এ বিষয়ে একটি টুইট করেন রাম গোপাল বর্মা। তিনি বলেন, ২৬ তারিখ সকাল ৯টায় মুক্তি পাচ্ছে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ এবং ২৫-এ মুক্তি পাচ্ছে পদ্মাবত। দীপিকা পাডুকন এবং মিয়া মালকোভার মধ্যে কে সেরা হন সেটাই দেখার বলেও টুইটে মত প্রকাশ করেন রাম গোপাল।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন