খবর২৪ঘন্টা ডেস্ক : দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় যদুর মোড়ে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাসের ড্রাইভার ও ট্রাকের ড্রাইভার সহ বাসের দুই যাত্রীসহ ঘটনা স্থালে চারজন নিহত হয়েছে। এসময় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মুঠোফোন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮ দিকে বীরগঞ্জ উপজেলা যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এসসময় ঘটনা স্থলে বাস ট্রাক ড্রাইভার ও দুইজন বাস যাত্রী নিহত হয়। এসময় বাসের বেশ কয়েক জন যাত্রী আহত। আমাদের উদ্ধার কাজ চলছে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিএ..