খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফুলবাড়ী উপজেলা রাঙ্গামাটি নামক স্থানে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অন্য আরেক ট্রাকের চালক নিহত এবং হেলপার গুরুতর আহত হয়েছেন।
অপরদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দিনাজপুর-পীরগঞ্জ সড়কের বোচাগঞ্জে সড়কের পুলহাট এলাকায় দুর্ঘটনায় হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।
নিহত ট্রাক চালক আহসান হাবীব বাবু (৪২) ঠাকুরগাঁও জেলা সদরের প্রধানপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং আহত হেলপার শফিকুল ইসলাম (৩৫) একই এলাকার বাসিন্দা। তবে ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
অপরদিকে, নিহত আল মামুনি ওরফে মনি (২৩) দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ-১০ ব্যাচের ছাত্রী এবং ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার গেরুয়া গ্রামের আব্দুল গাফফার এর কন্যা।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহত ট্রাক চালক আহসান হাবীব বাবু ও তার হেলপার তাদের ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২০-৩০৬২) চাকা বদল করে ট্রাকে ওঠার সময় দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু ও হেলপার গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক চালক আহসান হাবীব বাবুকে মৃত বলে ঘোষণা করেন এবং হেলপার শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে, বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার সন্ধার দিকে হাবিপ্রবি’র বিশ্ববিদ্যালয় ছাত্রী আল মামুনি ওরফে মনি তার এক আত্মীয়ের সাথে মোটরসাইকেলে দিনাজপুরে আসছিলেন। পথিমধ্যে দিনাজপুর-পীরগঞ্জ সড়কের বোচাগঞ্জের পুলহাট এলাকায় মোটরসাইকেল ব্রেক করলে সে রাস্তায় পড়ে যায়। এমন সময় পিছনে আসা ট্রাকের নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ