খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: পরিশ্রম-অধ্যাবসায় এবং অপেক্ষার ফল যে মিষ্টিই হয় তা যেন ফের একবার প্রমাণ হয়ে গেল অনুষ্কা শর্মার ক্ষেত্রে৷ বলিউডে পা রাখতে না রাখতেই প্রতিভার জেরে অগণিত ভক্ত-হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি৷ তবে অভিনয়েই থেমে থাকেননি৷ প্রযোজকের ভূমিকাতেও সমানভাবে সফল বিরাট-পত্নী৷ আর তাঁর সেই সাফল্যের মুকুটে এবার যুক্ত হল দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড৷
ভিন্ন ধরনের ছবিতে কাজ এবং তাঁর সফল ছবির জন্য প্রযোজক হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে৷ অনুষ্কা তাঁর ভাই কর্ণেশ শর্মার সঙ্গে হাত মিলিয়ে ক্লিন স্লেট ফিল্মস্ কোম্পানির মাধ্যমে এনএইচ ১০, এই সফল ছবি দিয়েই প্রযোজনা শুরু করেন৷ ভিন্ন ধরনের এই ছবি সমালোচকদেরও প্রশংসা অর্জন করে নেয়৷
মাত্র ২৯ বছর বয়সে অভিনয়ের ক্ষেত্েেরা তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনই প্রযোজক রুেেপা সফল৷ আর তাঁর এই প্রচেষ্টা এবং কৃতিত্বকেই সম্মান জানানোর সিদ্ধান্ত নেয় দাদা সাহেব ফালকে ফাউন্ডেশন৷ খুব শীঘ্রই প্রযোজক অনুষ্কা শর্মার হাতে উঠে আসতে চলেছেDadasaheb Phalke Excellence Award.
খবর২৪ঘণ্টা.কম/রখ