1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট সঙ্গী ছোটা শাকিল আর নেই! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০ জানয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট সঙ্গী ছোটা শাকিল আর নেই!

  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্ট,আন্তর্জাতিক ডেস্ক: গত বছর জানুয়ারি মাসেই মারা গিয়েছে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট সঙ্গী ছোটা শাকিল। এমনই ‌একটি খবর ঘুরপাক খাচ্ছে সংবাদ মাধ্যমে। মুম্বই পুলিশ এনিয়ে কিছু না বললেও বিষয়টি অস্বীকার করছে না বলে দাবি হিন্দুস্থান টাইমসের।

সম্প্রতি হিন্দুস্থান টাইমসের হাতে একটি অডিও টেপ এসেছে। ছোটা শাকিলের এক আত্মীয় ও বিলাল নামে শাকিলের গ্যাংয়ের এক সদস্যের মধ্যে কথাবার্তা ওই টেপে রেকর্ড করা রয়েছে। কথা হচ্ছে শাকিলের মৃত্যু নিয়ে।

মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের খবর, গত বছর ৬ জানুয়ারি রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে মারা গিয়েছে ছোটা শাকিল। মৃত্যুর কারণ নিয়ে এখনও প‌র্যন্ত দুটো কারণ বলা হচ্ছে। একটি হল শাকিলের হার্ট অ্যাটাক হয়। তাকে ভর্তি করা হয় রাওয়ালপিন্ডির কম্বাইন্ড মেডিক্যাল হসপিটালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, আরও একটি তত্ব হল, নিজের গ্যাংয়ের লোকজনের হাতেই খুন হয়েছে শাকিল। এর পেছনে রয়েছে আইএসআই।

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, মারা ‌যাওয়ার পর ২ দিন মর্গেই পড়ে থাকে শাকিলের মৃতদেহ। তার পর তা করাচিতে আনা হয়। করাচির ডিফেন্স হাউজিং অথরিটির কবরখানায় কবর দেওয়া হয় শাকিলকে। শেষকৃত্য হয়ে ‌যাওয়ার পর শাকিলের পরিবারকে করাচি থেকে লাহোরের কোনও একটি জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে আইএসআই।

গত সপ্তাহেই দাউদের সঙ্গে ছোটার বিচ্ছেদ হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। পরে তা অস্বীকার করা হয়ে ডি কোম্পানির তরফে।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST