খবর২৪ঘন্টা ডেস্কঃ
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের পরিসর আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নতুন করে কারো সঙ্গে ঐক্যের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রয়োজনে জোটের পরিসর বাড়তে পারে। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, তাই জনবিচ্ছিন্ন ঐক্যফ্রন্ট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর বিএনপিকে কোনো তান্ডব চালাতে দেয়া হবে না।
খবর২৪ঘন্টা / সিহাব