নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নাম দিয়ে আইডি খুলে অপপ্রচার ও ভুল তথ্য দিয়ে স্ট্যাটাস দেওয়ায় থানায় অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। ৩০ সেপ্টেমবর নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ জিডি করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৯ সেপ্টেমবর বিকেলে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
হয়েছে। সমাবেশের আগে মিজানুর রহমান মিনু ও ছাত্রদলের নামে ফেসবুকে একটি পেজ খুলে সমাবেশ সম্পর্কে বিভ্রান্তিকর ও দুলু সাহেবের নামে ভ‚ল তথ্য দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে জাতীয় নেতৃবৃন্দ ও বিএনপিকে জনগণের কাছে হেয় করার জন্য ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি কারা করছে তাদের আইনের আনা প্রয়োজন। বিষয়টি তিনি তদন্ত করে দোষীদের আইনের আনার দাবি জানান।
এস/আর