1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
থানার শৌচাগার থেকে আসামির পলায়ন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

থানার শৌচাগার থেকে আসামির পলায়ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: লালমনিরহাটে অস্ত্র মামলার এক আসামি থানার শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। মুরাদ হোসেন আনন্দ নামের এই আসামি শুক্রবার পালিয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এরশাদুল আলম বলেন, শুক্রবার বিকালে বিএনপি কলোনি থেকে শহরের বাবুপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও লালমনিরহাট রেলওয়ের ডিপিও সেকশন অফিসের উচ্চমান সহকারী পারভেজ আক্তার টপি (৪২), শহরের বালাটারী এলাকার ইব্রাহীমের ছেলে মুরাদ হোসেন আনন্দ (২১) এবং একই এলাকার মহর আলীর ছেলে সহিদুল ইসলামকে (২০) একটি বিদেশি পিস্তলসহ আটক করে থানায় আনা হয়।

সদর থানার এসআই মাঈনুল ইসলাম বলেন, পেশায় রং মিস্ত্রী মুরাদ হোসেন আনন্দের বাসায় অভিযান চালিয়ে টিউবওয়েলের ড্রেনের পাশ্বে মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অপর রং মিস্ত্রী শহিদুল ও পরে রেলওয়ে কর্মচারী পারভেজ আক্তার টপিকে আটক করা হয়।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে পরিদর্শক (তদন্ত) অফিস কক্ষে মুরাদ হোসেন আনন্দকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় আসামি আনন্দ প্রকৃতির ডাকে সাড়া দিতে অফিস রুম সংলগ্ন শৌচাগারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আনন্দের কেনো সাড়া না পেয়ে শৌচাগারের দরজা ভাঙা হয়। ভেতরে গিয়ে দেখা যায় শৌচাগারের ভেন্টিলেটর ভেঙে ওই আসামি পালিয়ে গেছে।

একজন পালিয়ে যাওয়ায় অপর দুই আসামিকে শনিবার আদালতে হাজির করা হয়।খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST