1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
ত্রুটিপূর্ণ নির্মাণে ভেঙ্গে পড়েছে রহনপুর পৌরসভার সীমানা প্রাচীর - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

ত্রুটিপূর্ণ নির্মাণে ভেঙ্গে পড়েছে রহনপুর পৌরসভার সীমানা প্রাচীর

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

 

নির্মাণের ১ বছরের মাথায় ভেঙ্গে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার সীমানা প্রাচীর। শুধু তাই নয় মূল ভবনের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বেশ শঙ্কার মধ্যে রয়েছে।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের উপর হেলে পড়েছে সীমানা প্রাচীর।
রহনপুর পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৮ সালে নভেম্বর মাসে ৩ কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৪৬ টাকা ব্যয়ে নতুন এ ভবনটির কার্যাদেশ পায় বরিশালের মেসার্স আমীর ইঞ্জিনিয়ারিং করপোরেশন। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না করলেও সাব ঠিকাদার হিসেবে কাজ সম্পন্ন করে মেসার্স আনসারী কনষ্ট্রাকশন। গত বছর মে মাসে ভবনটির কাজ শেষ হয়। কিন্তু ১ বছর পার হতে না হতেই ভবনটির সীমানা প্রাচীরসহ বিভিন্ন ওয়ালে দেখা দিয়েছে ফাটল।
এ বিষয়ে সাব ঠিকাদার মেসার্স আনসারী কনষ্ট্রাকশনের পরিচালক শরিফ আনসারী বলেন, গত কয়েকদিন অতিরিক্ত পানি হবার কারনে এই সীমানা প্রাচীর ভেঙ্গে পড়েছে।

এ বিষয়ে রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সাগর মন্ডল জানান, যেহেতু অতিবৃষ্টি হয়েছিল সে কারনে প্রাচীরগুলো পড়ে যেতে পারে। তবে কি কারনে প্রাচীরগুলো পড়েছে তা অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ভেঙ্গে পড়া প্রাচীর ও ভবনের বিভিন্ন অংশে ফাটলের বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, নি¤œমানের নির্মানসামগ্রী ব্যবহারের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়গুলো স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়েছে।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার নবনির্মিত এ ভবনটির কাজ শেষ হবার আগেই ভবনটি নির্মাণে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসলেও ব্যবস্থা নেয়া হয়নি।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST