নিজস্ব প্রতিবেদক : ত্রিপুরায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত পানি ঢুকছে বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে। বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে পড়ার ঘটনায় ভারতকে দায়ী করে ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন রাজশাহী শাখার উদ্যোগে মানববন্ধন উনুষ্ঠিত হয়। বাংলাদশ ফেডারেল সাংবাদিক ইউনিয় বিএফইজে সহকারী মহাসচিব ও আরইউজে’র সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে বক্তারা ভারতের সাথে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি জানান। পাশাপাশি ডুম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করার প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের শেখ হাসিনার মতো মোদি একই ধরণের ফ্যাসিবাদ কায়েম করেছে। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের কথা জনগণ ভোলেনি। কোনো ধরণের পূর্ব নোটিশ না দিয়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের বিশাল এলাকা প্লাবিত হয়ে গেছে। বাংলাদেরে জনগণ যেভাবে খুনী ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করেছি, তেমনিভাবে মোদিকেও সে পথে যেতে বাধ্য করা হবে।
বক্তারা বলেন, প্রতিবেশী ভারত আমাদের সব ধরণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। অসংখ্য চুক্তি করে আমাদের পিছিয়ে দেয়া হয়েছে। আমরা জানি, নদীর পানিতে বন্যা কখনো মুহূর্তে সৃষ্টি হয় না। ভারত-বাংলাদেশের যত অন্যায্য দাবি আছে; করিডোর, নদী বিদ্যুৎকেন্দ্র যত অসম চুক্তি আছে সব বাতিল করতে হবে। আমরা ৭১ এ স্বাধীনতা এনেছি, ভারতের গোলামি করার জন্য নয়।
মানববন্ধনে বক্তারা আরো কলেন. আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা হেলিকপ্টারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সরকারের প্রতিটি বড় বড় নেতা মোটা অংকের টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিয়েছে। আজকে ভারতের আগ্রাসী মনোভাবের কারণে সাধারণ মানুষের বাড়িঘর, ক্ষেতখামার ভেসে যাচ্ছে। ভারতের সাথে গোলামীর সম্পর্কের অবসান ঘটিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
বক্তব্য প্রদান করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রবীণ সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিব ওয়াদুদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও মানবাধিকার সংগঠন অধিকার’ রাজশাহীর সমন্বয়ক মঈন উদ্দিন খান, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক আহসান হাবিব। কর্মসূচিতে রাজ টাইমস সম্পাদক মুহিব্বুল আরেফিন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বিএ…