খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: রাজনৈতিক জীবনের অনেকটা সময় তাঁর কেটেছে ওই কার্যালয়ে। রাজধানীর নয়াপল্টনের ওই সড়কটায় কেটেছে বহু সময়। কখনো মিছিলে, কখনো বিক্ষোভে। নয়াপল্টনে কানায় কানায় পূর্ণ সমাবেশ একসময় অপেক্ষা করেছে সাদেক হোসেন খোকার জন্য। তিনি আসবেন, বক্তব্য দেবেন।
আজ বৃহস্পতিবারও নয়াপল্টনের ওই সড়ক ছিল কানায় কানায় পূর্ণ। অপেক্ষা সাদেক হোসেন খোকার জন্য। প্রিয় এলাকায় শেষবারের মতো নেওয়া হলো বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। বিশাল জনসমাবেশের সামনে কথা বলেন তাঁর ছেলে ইশরাক হোসেন। তিনি বলেন, “আমি যেদিন আমার বাবার সঙ্গে শেষ কথা বলি, সেদিন তিনি আমাকে বলেছেন, ‘তোমরা আমাকে নিয়ে কোনো আপস করবা না।’”
জাতীয় সংসদে জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার পর তাঁর মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে। দুপুর ১২টা থেকেই বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। একসময় নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানুষে।
জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সেখানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জানাজা পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা নেসারুল হক।
আজ বৃহস্পতিবারও নয়াপল্টনের ওই সড়ক ছিল কানায় কানায় পূর্ণ। অপেক্ষা সাদেক হোসেন খোকার জন্য। প্রিয় এলাকায় শেষবারের মতো নেওয়া হলো বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। বিশাল জনসমাবেশের সামনে কথা বলেন তাঁর ছেলে ইশরাক হোসেন। তিনি বলেন, “আমি যেদিন আমার বাবার সঙ্গে শেষ কথা বলি, সেদিন তিনি আমাকে বলেছেন, ‘তোমরা আমাকে নিয়ে কোনো আপস করবা না।’”
জাতীয় সংসদে জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার পর তাঁর মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে। দুপুর ১২টা থেকেই বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। একসময় নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানুষে।
জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সেখানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জানাজা পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা নেসারুল হক।
খবর ২৪ঘণ্টা/ জেএন