খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে পাঁচটি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক করা ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (২২)। তিনি সুনামগঞ্জ সদরের বনগাঁওয়ের আজিম উদ্দিনের ছেলে।
র্যাব-২ এর একটি দল শনিবার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিদ্যুৎ অফিসের গলি সংলগ্ন গভর্মেন্ট প্রিন্টি প্রেস অফিসের সামনে থেকে তাকে আটক করে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, রুবেল নামে ওই ব্যক্তি র্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা পরিচয় জানতে চাইতেই তিনি দৌড় দেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে জ্যাকেট দ্বারা মোড়ানো একটি পলিথিনের ভেতর হতে পাঁচটি রিভলবার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাবের এই কর্তা দাবি করেছেন।
মুফতি মাহমুদ খান বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক করা ব্যক্তি জানায়, অস্ত্র-গুলো বিক্রয়ের উদ্দেশ্যে সুনামগঞ্জ হতে ঢাকায় নিয়ে এসেছে এবং নিজ হেফাজতে রেখেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ