তৃতীয় দিনেও রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় চলছে ঢিলেঢালা ভাবে লকডাউন। বুধবার সকাল থেকেই নগরীর রাস্তাঘাটে প্রচুর পরিমাণ যানবাহন চলতে দেখা যায়। সেই সাথে ছিল অনেক মানুষের আনাগোনা। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের সমাগম ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি। এদিন
নগরের ব্যবসা প্রতিষ্ঠান ও প্রায় বেশির ভাগই খোলা ছিল। দু-একটি প্রতিষ্ঠান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠানে অন্য দিনের মতই কার্যক্রম পরিচালনা করে। তবে এসব যানবাহন চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। প্রায় প্রত্যেক স্থানের ভাড়া হয়েছে দ্বিগুণ। এনিয়ে যাত্রীদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এসব রিকশা অটোরিকশাসহ সিএনজিতে স্বাস্থ্যবিধি মারার কোন তোয়াক্কা নাই। গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী।
সোমবার থেকে ৭ দিনের শুরু হল লকডাউন প্রথম দিনেই ঢিলেঢালা ছিল। দ্বিতীয় দিনে আরেকটু বেশি ঢিলেঢালা হলেও তৃতীয় দিনে এসে লকডাউন আরো বেশি ঢিলেঢালাভাবে হচ্ছে।
এস/আর