বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, ১৫ আগস্ট আওয়ামী লীগ সহ বাঙ্গালী জাতির জন্য একটি শোকাবহ দিন। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে কালো অধ্যায়ের সূচনা করে জামায়াত-বিএনপির দোষররা। সেই সময় শুধু বঙ্গবন্ধু নয় মেরে ফেলা হয়েছে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। জাতির জনক সহ তাঁর পরিবারের সদস্যদের হারিয়ে শোকাহত হয়ে পড়ে পুরো জাতি। থমকে যায় বাঙ্গালীর উন্নয়ন আর অগ্রগতি।
জাতি হারিয়ে ফেলে তার লক্ষ্য। ১৫ আগস্টের সেই শোককে শক্তিতে রুপান্তরিত করে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঠিক নেতৃত্বে তরতর গতিতে এগিয়ে চলেছে দেশ। দেশ ও দশের কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন তিনি। দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখায় সেই চক্র তাঁকেও বার বার হত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁকে রক্ষায় বুক পেতে দিয়েছেন বঙ্গবন্ধু এবং আওয়ামী পাগল জনতা। শত্রæর হাত থেকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যাঁর কারনে বিভিন্ন দুর্যোগের মুহুর্তে না খেয়ে থাকতে হয় না মানুষকে।
আগস্ট মাসের ইস্যুকে অন্তরে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে সবাইকে। সজাগ থাকতে হবে তৃণমূল আ’লীগের নেতৃবৃন্দকে। দায়িত্বের সাথে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, যারা দ্বারা মানব কল্যাণ সংগঠিত হয় তাঁর বিরুদ্ধে একটি অপশক্তি এমনিতেই সৃষ্টি হয়ে যায়। দেশকে পিছিয়ে নেয়ার জন্য একটি পক্ষ সব সময় তৎপর রয়েছে। তারা যেন কোন ভাবেই তাদের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে না পারে সে দিকে সকলের দৃষ্টি রাখতে হবে। ১৫ আগস্টের সেই রাতে জামায়াত-বিএনপির দোষরদের খোরাক হয়েছিলো বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা। তারপরও জাতির জনকের সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করে চলেছেন আ’লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, গনিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মাস্টার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের সভাপতি আল-মামুন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীদ দাশ রানা, উপজেলা আ’লীগের সহ সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আজাহারুল হক, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, সরদার জান মোহাম্মদ, মকবুল হোসেন মৃধা, মকলেছুর রহমান দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, আলী হাসান, জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান, আব্দুল বারীক, আকবর আলী, আবুল কালাম আজাদ, সোলাইমান আলী হিরু প্রমুখ। এছাড়াও উক্ত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগমারায় শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্যকে ঘিরে শনিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার এ.কে.এম. ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য ওমর আলী, কাউন্সিলর হাচেন আলী, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মদিনে উপজেলার বিভিন্ন এলাকার ৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই