ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

শিশু তুহিন হত্যার বিচারের দবিতে জাবিতে মানববন্ধন

khobor
অক্টোবর ১৫, ২০১৯ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি: শিশু তুহিন হত্যার প্রতিবাদে আজ দুপুর ১২:০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে এর সামনে ছাত্র ঐক্য এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এ সময় তারা বলেন,‘‘ বিচারহীনতার সংস্কৃতি এইসব হত্যাকান্ডকে উস্কে দিচ্ছে। আজ সারা দেশের শিক্ষার্থীরা গুম,খুন,ধর্ষণ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়েছে;যদি এগুলির বিরুদ্ধে ব্যাবস্থা না নেন তবে বাংলাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নামবে।“ তুহিন হত্যার বিচার চেয়ে তারা বলেন,‘‘ এই ঘটনার বিচার করতে

যেয়ে তার পরিবার কোন দল করে তা না দেখে নিরপেক্ষভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে।“ ঊল্লেখ্য, গত সোমবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রাম থেকে কান ও যৌনাঙ্গ কাটা অবস্থায় তুহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এসময় তার পেটে দু’টি ছুরি ঢোকানো ছিল।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।