খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: তুরস্কের সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে দেশটির এসকিসেহির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটি রাজধানী আঙ্কারা থেকে উত্তরপশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার পাশে থাকা গাছপালার সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ