খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদরের মধুপুর মঠবাড়ি চৌরাস্তা মোড়ে অভ্যন্তরীন কোন্দলের জেরে মানিক (২৫) নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে। এ সময় রিয়াজ মোর্শেদ আগুন (২০) ও অন্তর (১৯) নামের অপর দুই যুবককে কুপিয়ে আহত করা হয়।
সোমবার (২ মার্চ) রাত ৮টা ও রাত ১১টার দিকে এমন ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মানিক পোড়াহাটি এলাকার ছবের মিয়ার ছেলে, অন্তর একই এলাকার নজরুলের ছেলে এবং রিয়াজ মোর্শেদ আগুন কাস্টসাগরা এলাকার মহিউদ্দিনের ছেলে।
জানা গেছে, সদর উপজেলার মধুপুর মঠবাড়ি চৌরাস্তা এলাকায় বেশ কিছুদিন ধরে স্থানীয় যুবক রুবেল ও আমিনুল মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রাত ৮টার দিকে তাদের সমর্থিত ৮ থেকে ১০ জন যুবক মঠবাড়ি চৌরাস্তা এলাকায় জড়ো হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুলের সমর্থক অন্তর ও রুবেলের সমর্থক রিয়াজ মোর্শেদকে কুপিয়ে আহত করে।
সে সময় আমিনুলের অপর সমর্থক মানিক নামের এক যুবক নিখোঁজ থাকে। এরপর রাত ১১টার দিকে পোড়াহাটি এলাকার একটি কলাক্ষেত থেকে পায়ের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর থানার (ওসি) মিজানুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল মারুফ জানান, মানিক নামের এক যুবকের ডান পায়ের রগ কেটে গেছে। তার শরীরের অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া অপর দু’জনের শরীরেরও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের মধ্যে মানিক ও রিয়াজ মোর্শেদের অবস্থা আশংকাজনক।
খবর২৪ঘন্টা/নই